ads

LATEST UPDATES

Slide

জাতীয়

খেলা-ধুলা

ইসলামী

আন্তর্জাতিক

শিক্ষা

Monday, May 6, 2019

রমজানে মুসলমানদেরকে ট্রাম্পের অভিনন্দন




পবিত্র রমজানে সারা বিশ্বের মুসলমানদের প্রতি অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পবিত্র এই মাসের শিক্ষাকে ব্যবহার করে যে কেউ অধিক সম্প্রীতি ও শ্রদ্ধাশীল সমাজ গড়ে তুলতে পারেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
পবিত্র রমজান মাস উপলক্ষে রোববার হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, আমাদেরকে যে রহমত দেয়া হয়েছে তার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ পুরো এই একমাস। পরস্পরের প্রতি অধিক সংসর্গ গড়ে তোলার সুযোগ এটি। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের মুসলিমদেরকে এই মাসের রহমতের বিষয়ে সবার প্রতি শুভেচ্ছা জানাতে যোগ দিয়েছেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
পবিত্র রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, দানশীল হয়, নামাজ আদায়ে অধিক মনোযোগী হয় এবং বেশি বেশি কুরআন তেলাওয়াত করে। ট্রাম্প বলেন, ‘এসবের মাধ্যমে তারা ধর্মীয় যাত্রায় নতুন করে আগ্রহী হয় এবং আল্লাহর অনুগ্রহ ও ক্ষমা পেতে আরো সচেষ্ট হয়।’

তুরস্কের বৃহত্তম মসজিদ উদ্বোধন



তুরস্কের বৃহত্তম মসজিদ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শুক্রবার অটোমান এবং সেলজুক স্থাপত্য শৈলী সমন্বয় করে তৈরি ক্যামলিকা নামের এই মসজিদটি উদ্বোধন করেন তিনি। এতে এক সঙ্গে ৬৩,০০০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। ডেইলি সাবাহর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ রিপাবলিক। প্রতিবেদনে বলা হয়, ক্যামলিকা মসজিদটির নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। এর আগে তুরস্কের বৃহত্তম মসজিদটি ছিল ১৯৯৮ সালে নির্মিত দক্ষিণাঞ্চলের আদানার সাবানসি কেন্দ্রীয় মসজিদ। এর ধারণ ক্ষমতা ছিল ২৮,৫০০। উদ্বোধনের সময় এরদোগান বলেন, ‘ধর্মের নামে ধর্মীয় প্রার্থনার জায়গায় ও সাধারণ মানুষের প্রতিষ্ঠানে হামলা জিহাদ নয়, সন্ত্রাসবাদ। তিনি বলেন, ‘যারা মসজিদে বা গীর্জায় হামলা করে তারা একই অন্ধকার মানসিকতার, তারা সবাই মানবতার শত্রু।’ মসজিদটিতে ছয়টি মিনার রয়েছে, এগুলো ইসলামের ছয়টি দিক প্রতিনিধিত্ব করে, যেগুলো হচ্ছে, এক আল্লাহ, নব্যুওয়াত, ফেরেশতাগণে বিশ্বাস, পবিত্র কুরআন শরীফে বিশ্বাস, কেয়ামত এবং ইসলামের জীবন-বিধান। মসজিদ প্রাঙ্গণে তুর্কি ইসলামী শিল্পের একটি যাদুঘর, একটি গ্রন্থাগার, গ্যালারি, সম্মেলন হল এবং বিভিন্ন কর্মশালা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলবেনিয়ার প্রেসিডেন্ট আলির মেটা, গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। নিউজ রিপাবলিক।

ভারতীয় লিগেই বাংলাদেশের সাবিনা




শেষ পর্যন্ত ভারতীয় লিগেই খেলছেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক তারকা ফরোয়ার্ড সাবিনা খাতুন। ভারতীয় ক্লাব সেথু এফসি’র প্রস্তাব ফিরিয়ে দিলেও ইন্ডিয়ান উইমেন্স লিগের চুড়ান্ত পর্বে গকুলাম কেরালা এফসি’র জার্সী গায়ে খেলতে সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছেড়েছেন সাবিনা। এর আগে চাইনিজ তাইপের প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেলে ভারতীয় ক্লাব সেথু এফসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুৃন। কিন্তু ভিসা জটিলতায় তাইপে যাওয়া হয়নি তারা। এরই মধ্যে গকুলাম কেরালার প্রস্তাব আসে সাবিনার কাছে। সানন্দে তা লুফে নেন তিনি। ১২ টি দল নিয়ে ইন্ডিয়া উইমেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে ৫ মে। পাঞ্জাবের লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে লিগের এই পর্ব চলবে ২২ মে পর্যন্ত। এতে অংশ নেয়া দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাবিনার ক্লাব গকুলাম কেরালা এফসি খেলছে ‘এ’ গ্রুপে। ইতোমধ্যে দলটি নিজেদের প্রথম ম্যাচ বড় জয় দিয়ে শেষ করেছে। উদ্বোধনী দিনেই গকুলাম কেরালা ৫-০ গোলে বিধ্বস্ত করে রাইজিং স্টুডেন্টস ক্লাবকে।

গত বছর ইন্ডিয়া উইমেন্স লিগে সাবিনা খেলেছিলেন সেথু এফসি’র হয়ে। তার সঙ্গে ছিলেন লাল-সবুজের আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এবারও সাবিনাকে পেতে চেয়েছিলেন সেথু এফসি’র কর্মকর্তারা। কিন্তু সাবিনা চাইনিজ তাইপের প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পাওয়ায় সেথু’র প্রস্তাব ফিরিয়ে দেন।

ফলে দলটি ইতোমধ্যে নেপালি খেলোয়াড় দিয়ে বিদেশি কোটা পূরণ করেছে। এদিকে চাইনিজ তাইপের ভিসা না পাওয়ায় এ বছর দেশের বাইরে লিগ খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল সাবিনার। তবে চাইনিজ তাইপের লিগে খেলা না হলেও ফের ভারতে খেলার সুযোগ ঠিকই পেয়ে যান বাংলাদেশ ফরোয়ার্ড। সবিনাই বাংলাদেশী নারী ফুটবলার যিনি গত ক’বছর ধরে নিয়মিত বিদেশে লিগ খেলেছেন। মালদ্বীপে গোলের পর গোল করে নিজের কারিশমা দেখানোর পর গত বছর ভারতের ক্লাব সেথু এফসি তাকে দলভূক্ত করে। দলটিকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের অধিনায়ক। সেথু এফসির হয়ে ওই লিগে ৭ গোল করেছিলেন তিনি। ভারত যাত্রার পূর্ব মূহূর্তে সাতক্ষীরা এই ফুটবলার বলেন, ‘ওয়ার্ক পারমিট না পাওয়ায় চাইনিজ তাইপের ভিসা পাইনি আমি। তাই সেখানে খেলতে যেতে পারিনি। মন খারাপ হয়েছিল এই ভেবে যে, এ বছর হয়তো দেশের বাইরে খেলা হচ্ছেনা। কিন্তু না, ভাগ্য সহায় ছিল বলেই হাঠাৎ করেই গকুলাম কেরালা এফসি’র প্রস্তাব পেয়ে যাই এবং তা সানন্দে গ্রহণও করি। ভারতে ভালো খেলে দেশের সুনাম বৃদ্ধি করাই আমার লক্ষ্য। ইনশাল্লাহ আমি সফল হবো।’

অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা গেল ওয়ার্নার-স্মিথকে






আক্রমণাত্মক শুরু পর ইনিংস লম্বা করতে পারেননি ওয়ার্নার। ছবি: এএফপিঅবশেষে ফিরলেন তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও অস্ট্রেলিয়া দলের প্রসঙ্গ এলেই ব্যবহার করা হয়েছে ‘ফিরছেন’ শব্দ। সেটাকে ফিরলেন লেখা গেল আজ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। এ দুজনের ফেরার দিনে কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছড়তে পেরেছে অস্ট্রেলিয়া দল।

নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর হলেও অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে নেওয়ার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটা করেনি, আইপিএলেই ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক ও সহ অধিনায়ক। নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর উপলক্ষেই অবশেষে হলুদ জার্সিতে দেখা গেল ওয়ার্নার স্মিথকে। ব্যাটিং অনুশীলনটা অবশ্য ভালো হয়নি খুব একটা। অপরিচিত পজিশনে নেমে ৩৯ রান করেছেন ওয়ার্নার। টেস্ট ম্যাচের ছন্দে ২২ রান করেছেন স্মিথ।


তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে অনুশীলনটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২১৬ রানের লক্ষ্যে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই ধস নামে ব্যাটিং লাইনআপে। ২০৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ ও অ্যাডাম জাম্পা।

স্মিথের প্রত্যাবর্তন আশানুরূপ হয়নি। ছবি: এএফপিআইপিএলে দুর্দান্ত ফর্মে থাকার পরও আজ দলের ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়া হয়নি ওয়ার্নারকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত ইনিংস ওপেন করেছেন উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ওয়ার্নারকে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। পঞ্চম বলেই নামতে হয়েছে তাঁকে। জাতীয় দলে প্রত্যাবর্তনে একটু অস্থির মনে হয়েছে ওয়ার্নারকে। কোনো রান তোলার আগেই গালিতে ক্যাচ দিয়েছিলেন। সে যাত্রা বেঁচে যাওয়ার পর ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে আউট হয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন স্মিথ।

ওয়ার্নারের উল্টো পথে হেঁটেছেন স্মিথ। ২২ রান তুলতে ২টি চার মেরেছেন কিন্তু খেলেছেন ৪৩ বল। স্মিথের আগেই ফিরে গেছেন অধিনায়ক ফিঞ্চও (৫২)। নিয়মিত ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে নাথান কোল্টার-নাইল না দাঁড়িয়ে গেলে হারতে হতো অস্ট্রেলিয়া। ৩৬ বলে কোল্টার-নাইলের ৩৪ রানের ইনিংসের ফলেই ১৪ রান তুলতে ৫ ওভারের বেশি খেলার সুযোগ পেয়েছেন জাম্পা ও বেহরেনডর্ফ।

বিশ্বকাপের পাঁচজন খেলোয়াড় আছেন নিউজিল্যান্ড একাদশে। এদের বিপক্ষে অস্ট্রেলিয়ান পেসারদের অনুশীলনটা ভালোই হয়েছে। প্যাট কামিন্স, বেহরেনডর্ফ ও কোল্টার-নাইল তিনজনই ৩ উইকেট করে পেয়েছেন। কামিন্স প্রথম দুইটিই পেয়েছেন ইনিংসের প্রথম ওভারে। এর পর নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের চমক ব্লান্ডেল (৭৭) দায়িত্ব বুঝে নিয়েছেন। ইয়ংকে (৬০) সঙ্গে নিয়ে দলকে ভালো ভিত্তি এনে দিয়েছিলেন। এরপরও নিউজিল্যান্ড একাদশের স্কোর বড় হতে দেননি কোল্টার-নাইল (৩/৪৪), বেহরেনডর্ফ (৩/৩৪) ও কামিন্স (৩/৩৬)। অন্য উইকেটটি পেয়েছেন জাম্পা (১/৩১)।

জাতীয় দলের ক্যাম্পে থেকেও এসএসসিতে সফল তারা








কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের উইঙ্গার মার্জিয়া আক্তার। ছবি: প্রথম আলো
এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার। এ ছাড়া সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা টুর্নামেন্টে চলাকালীন সময়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দুজন খেলোয়াড়।

ফুটবল, খাওয়া ও ঘুম—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে এই নিয়মেই চলে প্রতিদিন। এরই ফাঁকে ফাঁকে পড়াশোনার চেষ্টা চালিয়ে যায় জাতীয় নারী ফুটবল দলের মেয়েরা। দেখা যাচ্ছে কেবল ফুটবলই নয়, পড়াশোনাতেও কম যায় না তাঁরা। সারা বছর জাতীয় দলের ক্যাম্পে থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন দুজন নারী ফুটবলার লাবণি আক্তার ও মার্জিয়া আক্তার।

উইঙ্গার মার্জিয়া অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র জাতীয় দলের নিয়মিত মুখ। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি গোলও করেছিলেন। ময়মনসিংহের মেয়ে মার্জিয়া এসএসসি পরীক্ষা দিয়েছিলেন কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে। বয়সভিত্তিক পর্যায়ে অনেক সাফল্য আছে মার্জিয়ার নামের সঙ্গে। অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড় লাবণিও মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সারা বছর ক্যাম্পে ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও নারী ফুটবলাররা পড়াশোনা করেন নিয়মিত। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের সময়ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও অংশ নিয়েছেন দুজন ফুটবলার। তারা নিয়মিত একাদশেরই খেলোয়াড়। এদের মধ্যে ডিফেন্ডার নার্গিস খাতুন দুপুরে পরীক্ষা দিয়ে সন্ধ্যায় মাঠে নেমেছেন।

দলের অন্যতম সদস্য কৃষ্ণা রানী সরকার টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুইটি গোল করেছিলেন। কৃষ্ণা পরীক্ষা দিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে। টাঙ্গাইলে পরীক্ষার আসন নির্ধারিত থাকলেও পরিবর্তন করে তা নিয়ে আসা হয় কদমতলী বাসাবো স্কুলে। অন্যজন ডিফেন্ডার নার্গিস খাতুন মানবিক বিভাগ থেকে নিয়মিত পরীক্ষা দিয়েছেন।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার প্রথম রোজা



সোমবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন মুসল্লিরা। আজ সোমবার দিবাগত শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি করবেন।

ইউএনবির খবরে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার এ মাস রমজান। এই মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজদাররা শেষ রাতে সেহরি খেয়ে পরদিন সূর্যাস্তের পর ইফতার পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন। আগামী ১ জুন রাতে লাইলাতুল কদর পালিত হবে।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে সোমবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু হয়েছে। রোজা শুরু করা বেশির ভাগ গ্রামই হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত। সেই সঙ্গে ফরিদগঞ্জ, মতলব উত্তর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছু গ্রামে এ প্রথা অনুসরণ করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের আকাশে রোববার পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখা শুরু করেছেন মুসলিমরা।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়



১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা ৭ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
 

Top